Aj Keno Prithibita lyrics (আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর) Abu Ubayda

Aj Keno Prithibita lyrics (আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর) Abu Ubayda


Aj Keno Prithibita lyrics by Abu Ubayda :


Voice & Music Producer- Abu Ubayda

Lyric- Kobi Mohiuddin RH

Assistant Music Dir- BM Shakil

Choreographer- Piash Mia 

Light-Momen Sany

Director-Abu Tuyab


আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর lyrics



Aj Keno Prithibita Eto Sundor Lage lyrics in Bangla :


আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর 

এসে কেনো রুপকারে সাজালো এই চরা চরা


আজ কেনো পৃথিবীটা লাগে এত সুন্দর 

এসে কেনো রুপকারে সাজালো এই চরাচর


চারিদিকে নবরূপে করে ধরা জলমল 

সেই রুপ দেখে হয় আখিদয় সুশীতল 

আখিদয় সুশীতল আখিদয় সুশীতল 


কেটে গেছে কুৎসিত নিশীথের অতিপ্রহর 

এসে কোন রুপকারে সাজালো এ চরাচর 


বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব 

সবকানে কেন এত আয়োজন উৎসব 


কোনজনি মুখরিত হঠা মুরু প্রান্তর 

এসে কোন রুপকারে সাজালো এই চরা চর


উল্লাস করে আজ শাহারা লোও হাওয়ায়

পুরাতের জলরাশি কূলে কূলে উচলায় 


পর্বত ছুরা হতে নেমে আসে নির্জন

অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান

নেমে এসে পৃথিবীতে গাহে কার গুনো গান

 

করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার


মারহাবা মারহাবা সৃজনী রহমত 

এসেছেন ধরণীতে নুর নবী হযরত 


আলোকিত তাই মাতা আমিনার কুঁড়েঘর 

সেই আলো অবগাহি পৃথিবীটা সুন্দর।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *