Niskraman Lyrics (নিষ্ক্রমণ) Rupam islam In 2023 Best Song Lyrics
Niskraman Lyrics by Rupam Islam from Fossils Bangla Band In 2023 Best Song Lyrics :
Niskraman Lyrics :
এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাবো কোথাও
এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হবো উধাও। (x2)
শুধু কথা দাও, খুঁজবে না আমায়
শুধু কথা দাও, ডাকবে না পিছু
যত কথা ছিল তোমাকে বলার
আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু।
ও.. এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হবো উধাও।
পাইনি স্বাধীনতা আজও ও ও..
হর্মোনের উচ্ছ্বাস অবসাদের এ শরীরে
মায়ার বাঁধন, ভাটের প্রহসন
কিন্তু সেই ফ্রয়েডীয় ইচ্ছেই কামড়ায়,
মাঝরাত্তিরে…
অতএব রাত্রি ভ্রমণ, রাত্রি জাগরণ
Campfire, পুড়িয়ে রঙচটা সত্যি কথা
অথবা এ আমার মহানিস্ক্রমণ
ঝেড়ে ফেলে, জমে থাকা অপদার্থতা..
শুধু কথা দাও, খুঁজবে না আমায়
শুধু কথা দাও, ডাকবে না পিছু
যত কথা ছিল তোমাকে বলার
আজ শেষ হয়ে গেছে সেই সব কিছু।
ও.. এই হৃদয় চিরে, কত ধমনীর তীরে
কোনও রমনীর নীড়ে, হব উধাও।
এ.. এই পোশাক ছেড়ে, এই প্রকাশ ছেড়ে
এই স্বদেশ ছেড়ে, চলে যাবো।
Ei swadesh chere chole jabo, Kothay
Ei hridoy chire, Koto dhomonir tire
Kono romonir nirey, Hobo udhao
Sudhu kotha dao khujbe na Amay
Sudhu kotha dao dakbe na Pichu
Joto kotha chhilo tomake Bolar
Aaj sesh hoye geche sei sob kichhur
Pai ni.. Sadhinota aajo
Hormoner uchchas obosader e shorirer
Mayar badhan raater prohoson..
Kintu sei fridiyo ichhei kamray majh rattire
Oto-eb ratri bhromon Ratri jagoron
Campfire, Puriye, Rongchota sotti kotha..
Othoba Amar, Moha Nishkraman
Jhere fele, Jome thaka, Opodarthota.