O Nadire Ekti Katha Lyrics (ও নদীরেএকটি কথা শুধাই শুধু তোমারে) Hemanta Mukherjee

 

O Nadire Ekti Katha Lyrics

O Nadire Ekti Katha Lyrics by Hemanta Mukherjee :

Song:: O Nadire Ekti Katha
Artist Hemanta Mukherjee
Music Director: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder

O Nadire Ekti Katha Lyrics in Bangla :

ও নদীরে,……….
একটি কথা শুধাই শুধু তোমারে
ও নদীরে…….
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে……..

তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই
তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া কি তাই
এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে………

এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো…
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো
এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো…
যার একূল ওকূল দুকূল গেল তার লাগি কি করো

আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর
আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর
সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে …
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে…….
একটি কথা শুধাই শুধু তোমারে
বলো কোথায় তোমার দেশ
তোমার নেই কি চলার শেষ
ও নদীরে ও নদীরে ও নদীরে।

Share this

Releted Bangla Gaan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *