Valo Jodi Bashite Paile Songbad Asite Lyrics (ভাল যদি বাসিতে পাইলে সংবাদ আসিতে ) Ayub Bacchu
Valo Jodi Bashite Paile Songbad Asite Lyrics by Ayub Bacchu :
Valo Jodi Bashite Paile Songbad Asite Lyrics in Bangla :
ভালো যদি বাসিতে
পাইলে সংবাদ আসিতে
কাহার তরে
চোখের পানি ফেলি গো
বড় সাধ ছিল একবার তোমায় দেখিবো
ভালো যদি বাসিতে
পাইলে সংবাদ আসিতে
কাহার তরে
চোখের পানি ফেলি গো
বড় সাধ ছিল
একবার তোমায় দেখিবো।
একেতো শাওন কাল
উঠান ভরা পানি
আমার মনের কি দুর্দশা
আমি একাই জানি
একেতো শাওন কাল
উঠান ভরা পানি
আমার মনের দুর্দশা
আমি একাই জানি
কত রাত নাই ঘুম
যন্ত্রণা দেয় মনে চুম
ও ও কত রাত নাই ঘুম
যন্ত্রণা দেয় মনে চুম
কেমনে তোমারে তা বলিবো
বড় সাধ ছিল
একবার তোমায় দেখিবো।
কারে বলে ব্যাথা
এই বিরহ না দেখিলে
জানতাম না সে কথা
কারে বলে ভাঙ্গন কাল
কারে বলে ব্যাথা
এই বিরহ না দেখিলে
জানতাম না সে কথা
কোথায় শান্তি কোথায় সুখ
কে দেখে এই ভাঙ্গা বুক
ওও কোথায় শান্তি কোথায় সুখ
কে দেখে এই ভাঙ্গা বুক
কার ভুলে কোন ভুলে জ্বলিব
বড় সাধ ছিল
একবার তোমায় দেখিবো
ভালো যদি বাসিতে
পাইলে সংবাদ আসিতে
কাহার তরে
চোখের পানি ফেলিগো
বড় সাধ ছিল
একবার তোমায় দেখিবো
ভালো যদি বাসিতে
পাইলে সংবাদ আসিতে
কাহার তরে
চোখের পানি ফেলি গো
বড় সাধ ছিল
একবার তোমায় দেখিবো।